নবি মুম্বইয়ে ইসকন মন্দিরের উদ্বোধন, পুজোও দিলেন প্রধানমন্ত্রী

নবি মুম্বই, ১৫ জানুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার নবি মুম্বইয়ের খারঘরে ইসকন মন্দির উদ্বোধন করেছেন। পাশাপাশি মন্দিরে পূজার্চনা ও প্রার্থনা করেছেন প্রধানমন্ত্রী মোদী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণন, মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস, উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং বিজেপি সাংসদ হেমা মালিনী।

উদ্বোধনের পর বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, “ইসকনের প্রচেষ্টায় জ্ঞান ও ভক্তির এই মহান ভূমিতে শ্রী শ্রী রাধা মদনমোহনজি মন্দির উদ্বোধন করা হচ্ছে। আমি ভাগ্যবান যে আমি এই ঐশ্বরিক উদ্বোধনে ভূমিকা রাখার আশীর্বাদ পাচ্ছি।” প্রধানমন্ত্রীর কথায়, “ঔপনিবেশিকতার সময়, শ্রীল প্রভুপাদ ‘বেদ, বেদান্ত এবং গীতা’-কে গুরুত্ব দিয়েছিলেন। তিনি বেদান্তকে মানুষের চেতনার সঙ্গে যুক্ত করেছিলেন।”