পরভেশ বর্মা জমা দিলেন মনোনয়ন, ইন্দিরা ভবন নিয়ে কংগ্রেসকে কটাক্ষ

নয়াদিল্লি, ১৫ জানুয়ারি (হি.স.): নতুন দিল্লি বিধানসভা আসন থেকে বুধবার নিজের মনোনয়নপত্র পেশ করলেন বিজেপি প্রার্থী পরভেশ বর্মা। এই আসনে পরভেশ বর্মার প্রতিদ্বন্দ্বিতা হবে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে। বুধবার কেজরিওয়ালও নিজের মনোনয়নপত্র পেশ করেছেন। মনোনয়ন পেশ করার পর পরভেশ বলেছেন, “আমি মনোনয়ন পেশ করেছি। নতুন দিল্লি আসনে বিজেপি জিততে চলেছে।”

এদিন মনোনয়নপত্র পেশ করার পর কংগ্রেসের সমালোচনা করেছেন পরভেশ বর্মা। ‘ইন্দিরা ভবন’ নিয়ে কংগ্রেসকে কটাক্ষ করেছেন তিনি। বলেছেন, “আমরা জানি, কংগ্রেস একটি মাত্র পরিবারের দল। এখন তাঁরা সরদার মনমোহন সিংকে ভুলে গেছে। ইন্দিরা গান্ধীর নামে আরও অনেক ভবন রয়েছে। তারা যদি এই নতুন ভবনটির নাম ডঃ মনমোহন সিংয়ের নামে রাখত, তবে তাদের দলের কর্মীরা তা পছন্দ করতেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *