আগরতলা, ৯ জানুয়ারি: দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন তিনজন ব্যক্তি। গতকাল রাতে কৈলাসহর ডাক বাংলো এলাকায় ওই দূর্ঘটনায় বিকট শব্দ শুনে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে গিয়েছেন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকলবাহিনী। দমকলকর্মীরা আহতদের উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে গিয়েছেন।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল রাতে সঞ্জীব মজুমদার নামে এক ব্যক্তি বাইকে চেপে কৈলাসহরের দিক থেকে আসছিলেন। ডাক বাংলো আসামাত্রই অপর দিক থেকে আসা বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অপর বাইকে থাকা সেজুয়ান আলী ও উসমান আলী মাটিতে ছিটকে পড়ে যায়। ঘটনার বিকট শব্দ শুনে এলাকাবাসী ঘটনাস্থলে এসে জড়ো হয়।, খবর দেওয়া হয় কৈলাসহর অগ্নি নির্বাপক দপ্তরে, দপ্তরের কর্মীরা এসে আহত তিন যুবককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসে।

