আগরতলা, ৯ জানুয়ারি: আহত গবাদি পশুর চিকিৎসার দাবীতে কৈলাসহর- ধর্মনগরের রাস্তা অবরোধে সামিল হয়েছে জনগণ। ওই অবরোধের ফলে রাস্তার দুপাশে প্রচুর গাড়ি সহ যাএীরা আটকে পড়েছে। অবরোধস্থলে তীব্র উত্তেজনা বিরাজ করছে।
ঘটনার বিবরনে জানা গিয়েছে, গতকাল রাতে ঊনকোটি পর্যটন কেন্দ্রের পাশে কৈলাসহর ধর্মনগর রাস্তায় ষাঁড় তথা একটি গবাদি পশুকে প্রচন্ডভাবে আঘাত করে রাস্তার পাশে ফেলে রেখে দেয়। এই ঘটনার খবর পেয়ে পিপলস অফ অনিম্যাল সোসাইটির উত্তর জেলা কমিটির সদস্যরা বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে গিয়ে পশুটিকে চিকিৎসার জন্য ঊনকোটি জেলার পশু পালন দপ্তর সহ জেলার অন্যান্য সমস্ত দপ্তরের সাথে যোগাযোগ করে। খবর পেয়ে পশু পালন দপ্তর থেকে একজন চিকিৎসক এসে প্রাথমিক চিকিৎসা করে চলে গিয়েছেন।
চিকিৎসকরা জানান, পশুটির কোমড় ভেঙে গেছে এবং পশুটির উন্নত চিকিৎসার প্রয়োজন এবং পশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতে হবে। পশুটির উন্নত চিকিৎসার জন্য পশুটিকে ঘটনাস্থল থেকে ধর্মনগরের হাসপাতালে নেওয়ার জন্য প্রশাসনের কাছে গাড়ি চাইলে কেউ গাড়ি দিতে রাজি নয়। সকাল দশটা থেকে বিকেল চারটা অব্দি ঊনকোটি জেলা প্রশাসন এবং কৈলাসহর মহকুমা প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকদের অনেকবার বলার পরও কেউ গাড়ি দেয়নি। এরফলে ওই সোসাইটির সদস্যরা প্রচন্ড অপমানিত বোধ করে এবং ক্ষিপ্ত হয়ে এরা কৈলাসহর ধর্মনগরের রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করে। অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে।
অবরোধ চলাকালীন ওই সোসাইটির উত্তর জেলা কমিটির সভাপতি ডক্টর বিপ্লব কুমার দাস জানান যে, গোমাতা নিয়ে সমাজে অনেকে অনেক কথাই বলে। অথচ কাল রাত থেকে রাস্তার পাশে পশুটি পড়ে থাকলেও পশুটির চিকিৎসার জন্য কেউ এগিয়ে আসেনি। এমনকি স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও কোনো ধরনের পদক্ষেপ কিংবা সাহায্য পাওয়া যায় নি। যতক্ষন অব্দি প্রশাসনের পক্ষ থেকে গাড়ি পাঠানো হবে না ততোক্ষন অব্দি রাস্তা অবরোধ চালিয়ে যাওয়া হবে বলে জানান ডক্টর বিপ্লব কুমার দাস।

