চিরাং (অসম), ৯ জানুয়ারি (হি.স.) : ১৭ বছরের নাবালিকাকে সংঘবদ্ধভাবে ধর্ষণের দায়ে দুই অভিযুক্তকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন চিরাং জেলা ও দায়রা আদালত। রতন কিস্কু এবং থমাস কিস্কু নামের দুই অভিযুক্তকে ‘যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা আইন ২০১২’ (পোকসো)-এর অধীনে দোষী সাব্যস্ত করা হয়েছিল। বুধবার তাদের সাজা ঘোষণা করেছেন বিশেষ জেলা জজ।
ঘটনাটি ২০২৩ সালের মার্চ মাসে সিঁদলি থানার অন্তর্গত গরুভাষা পুলিশ ফাঁড়ি এলাকায় ঘটেছিল। বুধবার জেলা ও দায়রা আদালত পোকসো আইনের অধীনে তাদের ২০ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা দেওয়ার পাশাপাশি উভয়কে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে। জরিমানা অনাদায়ে অতিরিক্ত দু বছরের কারাদণ্ড হবে বলে ঘোষণা করেছেন আদালত।