১৬ জানুয়ারি ত্রিপুরায় সর্বভারতীয় যুব কংগ্রেসের উত্তর পূর্বাঞ্চল যুব কনভেনশন অনুষ্ঠিত হতে যাচ্ছে : জিসান

আগরতলা, ৯ জানুয়ারি: আগামী ১৬ জানুয়ারি ত্রিপুরায় সর্বভারতীয় যুব কংগ্রেসের উত্তর পূর্বাঞ্চল যুব কনভেনশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই কনভেনশনে উপস্থিত থাকবে সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি উদয় ভানু চিব সহ অন্যান্যরা। আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন সহকারী ইনচার্জ জিসান আহমেদ।

এদিনের সাংবাদিক সম্মেলনে সহকারী ইনচার্জ জিসান আহমেদ বলেন, আগামী ১৬ জানুয়ারী ওই কনভেনশনে উত্তর পূর্বাঞ্চলের যুব কংগ্রেসের সাংগঠনিক বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে।

ওই সাংবাদিক সম্মেলনে প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা বলেন, আগামী ১৬ জানুয়ারি ত্রিপুরায় সর্বভারতীয় যুব কংগ্রেসের উত্তর পূর্বাঞ্চল যুব কনভেনশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাঁর অভিযোগ, উত্তর-পূর্বাঞ্চলে যুব কংগ্রেসের সম্মেলনের জন্য রবীন্দ্র শতবার্ষিকী ভবনে হল নিতে সরকারের তরফ থেকে বাধা দেওয়া হচ্ছে।