আগরতলা, ৮ জানুয়ারি : আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র ইন-কাউন্সিলর তথা সূর্যমনি নগর বিধানসভা কেন্দ্রের ডুকলি এলাকার বাসিন্দা উদয় ভাস্কর এর বিরুদ্ধে জোর জবরদস্তি বাড়ি দখল করে অবৈধ কার্যকলাপ চালানোর অভিযোগ উঠেছে।
জানা গেছে, মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র ইন-কাউন্সিলর ওই বাড়িটি জোর পূর্বক দখল করে নেয় এবং সেখানে মক্ষী-রানীর আসর চালাচ্ছে। এমনটাই অভিযোগ করেন বাড়ির মালিক সুমিত্রা সরকার। ঘটনা রাজধানীর ডুকলি লোটাস ক্লাব সংলগ্ন এলাকায়।
সুমিত্রা সরকার জানিয়েছেন, বাড়িটি জবর দখল করে এক মহিলাকে ভাড়া দিয়ে রাতের বেলা পুরুষ, মহিলার আসর বসাচ্ছেন আগরতলা পুর নিগমের মেয়র ইন কাউন্সিলর উদয় ভাস্কর চক্রবর্তী। অভিযুক্ত কাউন্সিলরকে সহযোগিতা করছেন কানু বণিক নামে এক রাষ্ট্রবাদী নেতা।
বাড়ির মালিক আগরতলা প্রেসক্লাবে সাংবাদিকদের দ্বারস্থ হয়ে জানিয়েছেন, উদয় ভাস্করের সাথে ওই এলাকার প্রাক্তন বুথ সভাপতি তথা বিজেপির নেতা কানু বনিক ও জড়িত আছে। প্রায় রোজই ওই বাড়িতে তারা একাধিক মহিলা এবং একাধিক পুরুষ একসাথে ওই বাড়িতে রাতে আনন্দ ফুর্তি করে বলে বাড়ির মালিকের কাছে অভিযোগ জানিয়েছেন এলাকার মানুষ। তাই আজ বাধ্য হয়ে উনি সাংবাদিকদের দ্বারস্থ হয়েছেন এবং এই বিষয়ে সুষ্ঠু বিচারের দাবি করেছেন।