নয়াদিল্লি, ৮ জানুয়ারি (হি.স.): ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৯ ও ১০ জানুয়ারি, ২০২৫ তারিখে মেঘালয় ও ওড়িশা সফর করবেন।
ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো বুধবার এ খবর জানিয়ে লিখেছে, “৯ জানুয়ারি মেঘালয়ের উমিয়ামে আইসিএআর – এর উত্তর-পূর্ব পার্বত্য অঞ্চলের গবেষণা কেন্দ্রের সুবর্ণ জয়ন্তী সমারোহে যোগ দেবেন রাষ্ট্রপতি। ১০ জানুয়ারি ওড়িশার ভুবনেশ্বরে অষ্টাদশ প্রবাসী ভারতীয় দিবস সমারোহের সমাপ্তি অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি প্রবাসী ভারতীয় সম্মানও প্রদান করবেন তিনি।”