আগরতলা, ৮ জানুয়ারি : সিপিআইএম এবং কংগ্রেস জনজাতিদের চিন্তা কখনোই করেনি। জনজাতিদের স্বার্থরক্ষার দাবি তুলে সিপিআইএম এবং কংগ্রেস প্রায়শই বিজেপি সরকারের সমালোচনা করে। বিরোধীদের এই আন্দোলন অর্থহীন। বুধবার প্রদেশ বিজেপি কার্যালয় সাংবাদিক সম্মেলনে এমন তাই বললেন জনজাতি মোর্চার সভাপতি তথা এমডিসি বিদ্যুৎ দেববর্মা।
ত্রিপুরা প্রদেশ বিজেপি জনজাতি মোর্চার উদ্যোগে দলীয় কার্যালয়ে আজ সাংবাদিক সম্মেলনে বর্তমান সরকারের আমলে জনজাতি কল্যাণের গৃহীত বিভিন্ন উদ্যোগের ভুয়সি প্রশংসা করা হয়। বিজেপির নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর থেকে এ রাজ্যে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ এলাকা এবং জনজাতি অংশের মানুষের কল্যাণে নানা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। বিজেপি ক্ষমতায় আসার আগে এই রাজ্যে জনজাতিদের কল্যাণে এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে দাবি করেছেন জনজাতি মোর্চার সভাপতি। তিনি আরো বলেন, ২০১৮ সালের পর থেকে জনজাতিদের ব্যাপক উন্নয়ন সংঘটিত হয়েছে রাজ্যে। উপজাতি কল্যাণ দপ্তরের স্টাইপেন্ড বৃদ্ধি, ব্রু সেটেলমেন্ট সহ একাধিক উন্নয়ন সংঘটিত করেছে বিজেপি সরকার।
আগামী ১১ জানুয়ারি গণমুক্তি পরিষদ রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে রাজভবন অভিযানের যে ডাক দিয়েছে তার পরিপ্রেক্ষিতে জনজাতি মোর্চার তরফ থেকে এই সাংবাদিক সম্মেলন করে উপজাতি কল্যাণে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপ জনসমক্ষে তুলে ধরা হয়। এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিজেপি জনজাতি মোর্চার নেতৃবৃন্দ বলেন এডিসি ভিলেজ কমিটির নির্বাচন সংঘটিত করার জন্য রাজ্য সরকার যথেষ্ট আন্তরিক। যত দ্রুত সম্ভব ভিলেজ কমিটির নির্বাচন সংঘটিত করা হবে। রিয়াং শরণার্থীদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ও সংশোধন করার বিষয় নিয়ে জটিলতা দেখা দেওয়ায় ভিলেজে কমিটি নির্বাচন ঘোষণা করতে সমস্যা হচ্ছে বলে তারা দাবি করেন।