নয়াদিল্লি, ০৭ জানুয়ারি, ২০২৪ (পিআইবি): কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব শ্রীমতী পূণ্য সলিলা শ্রীবাস্তব সোমবার দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলির সঙ্গে ভারতে শ্বাসকষ্টজনিত অসুখের বর্তমান পরিস্থিতি এবং এ গুলির মোকাবিলা করার জন্য সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনার অবস্থা পর্যালোচনা করতে ভার্চ্যুয়াল মাধ্যমে অনুষ্ঠিত এক বৈঠকে পৌরহিত্য করেন। পাশাপাশি তিনি চিনে এইচএমপিভি অসুখ সম্পর্কিত সংবাদ মাধ্যমে যে সব প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেই সূত্রে এইচএমপিভি অসুখ বিষয়ক বর্তমান হালনাগাদও যাচাই করে দেখেন। অন্যদিকে স্বাস্থ্য সচিব শ্বাসকষ্টজনিত অসুখের ঘটনাগুলি মোকাবিলা করার জন্য সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনার অবস্থাও পর্যালোচনা করেছেন। বৈঠকটিতে উপস্থিত ছিলেন সচিব (ডিএইচআর) ডাঃ রাজীব ভাল, ডাঃ (প্রফেসর) অতুল গোয়েল, রাজ্যগুলির স্বাস্থ্য সচিব ও আধিকারিকরা, এনসিডিসি, আইডিএসপি, আইসিএমআর, এনআইভি এবং আইডিএসপি-র রাজ্য নজরদারি শাখাসমূহের বিশেষজ্ঞরা।
আইডিএসপি-র কাছ থেকে প্রাপ্ত তথ্য ও পরিসংখ্যান অনুযায়ী দেশের কোথাও যে শ্বাসকষ্টজনিত অসুখ আইএলআই/এসএআরআই অস্বাভাবিক বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যায়নি বৈঠক চলাকালে সেই বিষয়টির কথা বারবার করে উল্লেখ করা হয়। এই বিষয়টিকে আইসিএমআর-এর প্রহরাসূচক নজরদারি থেকে প্রাপ্ত তথ্য-পরিসংখ্যানও সুনিশ্চিত করেছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব জোর দিয়ে বলেন, এইচএমপিভি নিয়ে দেশের জনগণের উদ্বিগ্ন হওয়ার কোনো রকম কারণ নেই। তিনি জানান, ২০০১-এর পর থেকে এইচএমপিভি বৈশ্বিকভাবেই উপস্থিত ছিল। অন্যদিকে তিনি আরোও জানান, রাজ্যগুলিকে আইএলআই/এসএআরআই সম্পর্কিত নজরদারি জোরদার করতে ও পর্যালোচনা করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। স্বাস্থ্য সচিব বার বার করে বলেন, সাধারণত শীতকালীন মাসগুলিতেই শ্বাসকষ্টজনিত অসুখ বৃদ্ধি পেয়ে থাকে। তিনি আরোও উল্লেখ করেন, শ্বাসকষ্টজনিত অসুখ যদি ব্যাপক হারে বৃদ্ধি পায় তাহলে সেই পরিস্থিতি মোকাবিলা করতে দেশ সম্পূর্ণরূপে প্রস্তুত।
হিউম্যান মেটানিমোভাইরাস (এইচএমপিভি) হল আরোও নানা ধরণের শ্বাসকষ্টজনিত ভাইরাসগুলির মধ্যে একটি। সাধারণত, শীতকালে এবং প্রাক বসন্তকালের মাসগুলিতে এর প্রাদুর্ভাব দেখা দেয় এবং এই ভাইরাসটি যে কোনো বয়সের মানুষের দেহে এটা সংক্রমিত হতে পারে। এই ভাইরাস সাধারণত মৃদু ও সীমাবদ্ধ এলাকায় স্বল্প সংখ্যক ব্যক্তির মধ্যে সংক্রমিত হয় এবং অধিকাংশ ক্ষেত্রেই নিজে থেকেই স্বাভাবিক নিয়মে আপনা আপনিই সেরেও যায়। আইসিএমআর-ভিআরডিএল ল্যাবরেটারিগুলিতে যে যথেষ্ট পরিমানে এই অসুখ নিরাময়ের পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থাদি মজুত রয়েছে তাও জানানো হয়েছে।
এ দিকে শ্বাসকষ্টজনিত অসুখ সম্পর্কিত প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টিকে জোরদার করতে রাজ্যগুলিকে পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্যগুলিকে আইএলআই/এসএআরআই সম্পর্কিত নজরদারি জোরদার করতে ও পর্যালোচনা করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। ভাইরাসটির সংক্রমণের হাত থেকে মুক্ত থাকতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সব সময় সাবান ও জল দিয়ে হাত ধুয়ে পরিষ্কার রাখা, অপরিষ্কার হাতে নাক, মুখ ও চোখ স্পর্শ না করা, মাস্ক দিয়ে মুখ ঢেকে রাখা, যে সব লোকের মধ্যে এ ধরণের রোগের লক্ষণ দেখা যাবে তাদের কাছাকাছি না যেতে বলা হয়েছে। বিশেষ করে হাঁচি ও কাশির সময় অবশ্যই নাক ও মুখ ঢেকে রাখতে হবে।