প্রবল ঠান্ডায় কাঁপছে জম্মু ও কাশ্মীর, আগামী কিছু দিন শুষ্ক থাকবে আবহাওয়া

শ্রীনগর, ৭ জানুয়ারি (হি.স.): কনকনে ঠান্ডায় কাঁপছে সমগ্র কাশ্মীর উপত্যকা। গুলমার্গ থেকে শ্রীনগর, পহেলগাম থেকে কার্গিল – সর্বত্রই এখন জমজমাট ঠান্ডা। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কিছু দিন জম্মু ও কাশ্মীরের আবহাওয়া শুষ্ক থাকবে। ৮ ও ৯ জানুয়ারিও শুষ্ক থাকবে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া।

এরপর ১১-১২ জানুয়ারির মধ্যে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। কাশ্মীর উপত্যকার প্রায় সর্বত্রই শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি বজায় থাকবে। ১৩-১৫ জানুয়ারিও আবহাওয়া থাকবে শুষ্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *