আগরতলা, ৭ জানুয়ারি : অমিত আচার্য হত্যা মামলায় গ্রেপ্তার হলো আরো একজন। মঙ্গলবার আদালত সংলগ্ন এলাকা থেকে নয়ন মজুমদারকে গ্রেফতার করা হয়েছে। বুধবার তাকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৫ সেপ্টেম্বর আদালত চত্বরে মুহুরি অমিত আচার্যের উপর হামলা হয়েছিল। পরবর্তীতে ১২ সেপ্টেম্বর তার মৃত্যু হয়। মুহুরি অমিত আচার্য হত্যা মামলায় এর আগেও বেশ কয়েকজনকে জালে তুলেছে পুলিশ। মঙ্গলবার আদালত চত্বর থেকে গোপন খবরের ভিত্তিতে নয়ন মজুমদারকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অমিত আচার্য হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

