কলকাতা, ৬ জানুয়ারি (হি.স.) : রবিবার বিজয় হাজারে ট্রফি ২০২৫-এর গ্রুপ পর্ব শেষ হওয়ার পর নকআউট রাউন্ডের সময় সূচি ঘোষণা করা হয়েছে। গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, বিদর্ভ এবং বরোদা তাদের নিজ নিজ গ্রুপের শীর্ষে থেকে সরাসরি কোয়ার্টার ফাইনালে যোগ্যতা অর্জন করেছে।
গ্রুপ পর্বের শীর্ষ ৬ দল সরাসরি কোয়ার্টার ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছে, আর সপ্তম থেকে দশম স্থানে থাকা দলগুলো প্রি-কোয়ার্টার ফাইনাল খেলবে।
নকআউট সময় সূচি :
৯ জানুয়ারি, ২০২৫ (প্রি-কোয়ার্টার ফাইনাল):
(প্রি-কোয়ার্টার ফাইনাল ১) হরিয়ানা বনাম বাংলা – মতিবাগ ক্রিকেট গ্রাউন্ড, ভাদোদরা, সকাল ৯টা।
(প্রি-কোয়ার্টার ফাইনাল ২) রাজস্থান বনাম তামিলনাড়ু – কলম্বি স্টেডিয়াম, ভাদোদরা, সকাল ৯টা।
১১ জানুয়ারি, ২০২৫ (কোয়ার্টার ফাইনাল):
(কোয়ার্টার ফাইনাল) মহারাষ্ট্র বনাম পাঞ্জাব – কলম্বি স্টেডিয়াম, ভাদোদরা, সকাল ৯টা।
(কোয়ার্টার ফাইনাল) কর্ণাটক বনাম বরোদা – মতিবাগ ক্রিকেট গ্রাউন্ড, ভাদোদরা, সকাল ৯টা।
১২ জানুয়ারি, ২০২৫ (কোয়ার্টার ফাইনাল):
(কোয়ার্টার ফাইনাল ১) গুজরাট বনাম (প্রি-কোয়ার্টার ফাইনাল ১) বিজয়ী – কলম্বি স্টেডিয়াম, ভাদোদরা, সকাল ৯টা।
(কোয়ার্টার ফাইনাল ২) বিদর্ভ বনাম (প্রি-কোয়ার্টার ফাইনাল ২) বিজয়ী – মতিবাগ ক্রিকেট গ্রাউন্ড, ভাদোদরা, সকাল ৯টা।
১৫ জানুয়ারি, ২০২৫ (সেমি ফাইনাল ১):
(কোয়ার্টার ফাইনাল ৩) বিজয়ী বনাম (কোয়ার্টার ফাইনাল ৪) বিজয়ী – কলম্বি স্টেডিয়াম, ভাদোদরা, দুপুর ১.৩০।
১৬ জানুয়ারি, ২০২৫ (সেমি ফাইনাল ২):
(কোয়ার্টার ফাইনাল ২) বিজয়ী বনাম (কোয়ার্টার ফাইনাল ৩) বিজয়ী – কলম্বি স্টেডিয়াম, ভাদোদরা, দুপুর ১.৩০।
১৮ জানুয়ারি, ২০২৫ (ফাইনাল):
(সেমিফাইনাল ১) বিজয়ী বনাম (সেমিফাইনাল ২) বিজয়ী – কলম্বি স্টেডিয়াম, ভাদোদরা, দুপুর ১.৩০।

