আগরতলা, ৬ জানুয়ারি: নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে জনতার আক্রমণে গুরুতর আহত হয়েছিল ইঞ্জিনিয়ার অভি পাল। আজ ইঞ্জিনিয়ার সার্ভিস অফ ত্রিপুরার অ্যাসোসিয়েশন তরফ থেকে জেলাশাসকের নিকট অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ডেপুটেশন প্রদান করা হয়েছে। এই ডেপুটেশন জমা দেওয়ার সময় অ্যাসোসিয়েশনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ৩১ ডিসেম্বর যখন যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের অধীন ৪ নম্বর ওয়ার্ডে একটি স্টিল ব্রিজ নির্মাণ কাজ পরিদর্শনের সময় ইঞ্জিনিয়ার অভি পাল কিছু দুষ্কৃতিদের দ্বারা আক্রান্ত হন। ঘটনার পর ইঞ্জিনিয়ার অভি পাল ধর্মনগর আরক্ষা দপ্তরে চারজনের নামে মামলা দায়ের করেন। অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন আমির উদ্দিন, লংতরা বিবি, হাবিবা বেগম এবং সুবল দেবনাথ। জানা যায়, অভিযুক্তরা সকলেই ভারতীয় জনতা পার্টির সক্রিয় কর্মী।
তবে, এখনও পর্যন্ত পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। ইঞ্জিনিয়ারদের দাবি, রাজনৈতিক প্রভাবের কারণে পুলিশ সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করছে না। এই প্রসঙ্গে ইঞ্জিনিয়ারদের অভিযোগ, ধর্মনগর থানার পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নিতে সাহস দেখাচ্ছে না।
আজকের ডেপুটেশনের মাধ্যমে ইঞ্জিনিয়ার সার্ভিস অফ ত্রিপুরার অ্যাসোসিয়েশন জেলাশাসকের কাছে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে। জেলাশাসক দেবপ্রিয় বর্ধন ইঞ্জিনিয়ারদের আশ্বস্ত করেছেন যে তিনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
এই ঘটনায় সুশাসন ও আইনের কার্যকারিতা নিয়ে সমাজে প্রশ্ন উঠেছে। ইঞ্জিনিয়ারদের এই প্রতিবাদ যে কতটা ফলপ্রসূ হয়, তা সময়ই বলবে।