আপডেট : প্লাবিত অসমের উমরাংসো কয়লা খাদান, আবদ্ধ ১০-১৫ জন শ্রমিক, উদ্ধার অভিযানে সব ধরনের সহায়তার আশ্বাস মুখ্যমন্ত্রীর, চাওয়া হয়েছে সেনা–সহায়তা

গুয়াহাটি, ৬ জানুয়ারি (হি.স.) : অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ের অন্তৰ্গত উদ্যোগনগরী উমরাংসোতে প্রায় ৩০০ ফুট গভীর কয়লা খাদানে আবদ্ধ হয়ে পড়েছেন কর্তব্যরত ১০ থেকে ১৫ জন শ্রমিক। খাদানে আচমকা দ্রুতগতিতে হড়কা বানের জল ঢুকে পড়ায় এই বিপত্তি। আবদ্ধ শ্ৰমিকদের অক্ষত অবস্থায় উদ্ধার করতে স্থানীয় মানুষজন, ‘স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স’ (এসডিআরএফ) এবং ‘ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স’ (এনডিআরএফ) অভিযানে নেমেছে। দুৰ্ঘটনা সম্পৰ্কে উদ্বেগ ব্যক্ত করে খাদানে আবদ্ধ শ্রমিকদের উদ্ধার অভিযানে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। ইতিমধ্যে তিনি উদ্ধার অভিযানে সেনাবাহিনীর সহায়তা চেয়েছেন।

নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী ড. শর্মা লিখেছেন, ‘খাদানে আবদ্ধদের সঠিক সংখ্যা এবং অবস্থা এখনও অজ্ঞাত। জেলাশাসক, পুলিশ সুপার এবং আমার সহকর্মী (পরিষদীয় মন্ত্রী) কৌশিক রাই ঘটনাস্থলের উদ্দেশ্য রওয়ানা হয়েছেন। সবার নিরাপত্তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি।’

ঘটনা আজ সোমবার সকাল প্রায় ৯.০০টা নাগাদ ডিমা হাসাও জেলার অন্তৰ্গত অসম-মেঘালয় আন্তঃরাজ্য সীমান্তবর্তী উমরাংসো থানা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে প্রত্যন্ত ৩ কিলো এলাকায় প্রায় ৩০০ ফুট গভীর একটি কয়লা খাদানে সংঘটিত হয়েছে। আচমকা বাইরে থেকে হড়কা বানের জল হু হু করে দ্রুতগতিতে খাদানে ঢুকে পড়লে কর্মরত ১০ থেকে ১৫ জন শ্রমিক আটকে পড়েছেন। তাঁরা কোনও অবস্থায় বের হতে পারছেন না। যতটুকু জানা গেছে, কমপক্ষে ১০০ ফুট জলে ভরে গেছে খাদান।

এ খবর লেখা পর্যন্ত কয়লা খাদানের ভিতরে আবদ্ধ শ্রমিকদের উদ্ধার করা সম্ভব হয়নি। এমতাবস্থায় খাদানের ভিতরে আবদ্ধ শ্রমিকদের কী অবস্থা, সে প্রশ্নে উদ্বেগের সৃষ্টি হয়েছে। তবে উচ্চ-ক্ষমতাসম্পন্ন কয়েকটি পাম্পের সাহায্যে খাদান থেকে জল বের করার চেষ্টা করা হচ্ছে। নানা অসুবিধার মধ্যেও অত্যন্ত ঝুঁকি নিয়ে উদ্ধারকারীরা তাঁদের সর্বোচ্চ প্রচেষ্টা প্রয়োগ করছেন। জানা গেছে, পাম্পের সাহায্যে জলস্তর কমিয়েছেন উদ্ধার অভিযানকারীরা। প্লাবিত খাদানের ভিতরে ধস পড়ার আশঙ্কাও করা হচ্ছে। এটা আবদ্ধ এবং উদ্ধারকারী দলের কাছে বিপজ্জনকও। তবু তাঁরা আবদ্ধ খাদান-শ্রমিকদের কাছে পৌঁছানোর আপ্রাণ চেষ্টা করছেন।

ঘটনা সম্পর্কে ডিমা হাসাওয়ের পুলিশ সুপার মায়ঙ্ক কুমার ঝা বলেছেন, ‘উমরাংসোর একটি কয়লা খাদানে বেশ কয়েকজন শ্রমিক আশঙ্কাজনকভাবে আটকে পড়েছেন। এ মুহূর্তে আমরা আবদ্ধদের সঠিক সংখ্যা নিশ্চিত করতে পারছি না। তবে এসডিআরএফ এবং এনডিআরএফ তাঁদের সর্বোচ্চ শ্রম দিয়ে খাদানের ভিতরে আবদ্ধদের উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।’

এদিকে ইতিমধ্যে আবদ্ধ খাদান-শ্রমিকদের পরিবারের উদ্বিগ্ন সদস্যরা ঘটনাস্থলে জমায়েত হয়েছেন। অত্যন্ত উৎকণ্ঠার মধ্যে তাঁরা তাঁদের প্রিয়জনদের জন্য অপেক্ষা করছেন।

মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা সংঘটিত দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ডিমা হাসাও জেলা প্রশাসনকে উদ্ধারকারী দল এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সমস্ত প্রয়োজনীয় সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন। আচমকা বন্যার কারণ নির্ণয় করতে এবং খাদানে নিরাপত্তাজনিত কোনও ত্রুটি ছিল কিনা তা নির্ণয়ের জন্য উচ্চস্তরীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, ওই অঞ্চলে ভারী বৃষ্টিপাতের দরুন জল প্রবেশ করতে পারে।