দেশে প্রথম বুলেট ট্রেন চলতে খুব বেশি আর দেরি নেই : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৬ জানুয়ারি (হি.স.): দেশে প্রথম বুলেট ট্রেন চলতে খুব বেশি আর দেরি নেই। আনন্দের সঙ্গে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী সোমবার বলেছেন, “২-৩ দিন আগে, আমি একটি ভিডিও দেখছিলাম – বন্দে ভারত ট্রেনের নতুন স্লিপার সংস্করণটি ১৮০ কিমি প্রতি ঘণ্টায় ছুটছে, এটা আমার খুব ভালো লেগেছে, শুধু আমার কাছেই নয়, নিশ্চিতভাবে সবার কাছে ভালো লেগেছে, এটা তো সবে শুরু – সময় বেশি দূরে নয় যখন দেশে প্রথম বুলেট ট্রেন চলবে।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার ভার্চুয়ালি একাধিক রেল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। এর মধ্যে রয়েছে নতুন জম্মু রেলওয়ে বিভাগ, তেলেঙ্গানার চারলাপল্লী নতুন টার্মিনাল স্টেশন উদ্বোধন এবং পূর্ব উপকূল রেলওয়ের রায়গাদা রেলওয়ে ডিভিশন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন। এই অনুষ্ঠানে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আজ, গুরু গোবিন্দ সিং-এর প্রকাশ পরব – তাঁর ধারণাগুলি আমাদের একটি সমৃদ্ধ ও ক্ষমতায়িত ভারত অর্জনে অনুপ্রাণিত করে৷ এই উপলক্ষে আমি সবাইকে শুভেচ্ছা জানাই।” প্রধানমন্ত্রীর কথায়, “আমাদের দেশে এখন ১০০০ কিলোমিটারেরও বেশি মেট্রো নেটওয়ার্ক রয়েছে। আজ যে প্রকল্পগুলি উদ্বোধন করা হয়েছে, তা – তেলেঙ্গানা, ওড়িশা এবং জম্মু ও কাশ্মীরের জন্য – এটি সংযোগের ক্ষেত্রে একটি বিশাল মাইলফলক। এতে বোঝা যায় দেশ একসঙ্গে এগিয়ে যাচ্ছে। এটাই ‘সব কা সাথ সব কা বিকাশ’।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *