কংগ্রেস ও বিজেপির ঘোষণা করা উচিত, দিল্লিতে তাঁরা এএপি-র বিরুদ্ধে একসঙ্গে ভোটে লড়ছে : অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি, ৪ জানুয়ারি (হি.স.): কংগ্রেস ও বিজেপিকে একযোগে কটাক্ষ করলেন আম।আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। শনিবার কেজরিওয়াল বলেছেন, “কংগ্রেস ও বিজেপির আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা উচিত, তাঁরা দিল্লিতে এএপি-র বিরুদ্ধে একসঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।”

আসলে, পঞ্জাবের বেশ কিছু মহিলা একগুচ্ছ অভিযোগ এনে শনিবার কেজরিওয়ালের বাসভবনের বাইরে বিক্ষোভ দেখান। কেজরিওয়ালের দিল্লির বাসভবনের বাইরে বিক্ষোভ প্রদর্শনের সময় ওই মহিলারা বলেন, পঞ্জাব বিধানসভা নির্বাচনের সময় কেজরিওয়াল যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিলেন, তা এখনও পূরণ হয়নি।

এ প্রসঙ্গেই কেজরিওয়াল বলেছেন, “ওই মহিলারা তাঁদের (কংগ্রেস ও বিজেপি) দলের। তাঁরা পঞ্জাব থেকে আসেননি, পঞ্জাবের মহিলারা আমাদের পাশে আছেন। এএপি-তে মহিলাদের আস্থা রয়েছে। কংগ্রেস এবং বিজেপির আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা উচিত, তাঁরা দিল্লিতে এএপি-র বিরুদ্ধে একসঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *