নয়াদিল্লি, ৪ জানুয়ারি (হি.স.): শুক্রবারের পর শনিবারও কুয়াশার দাপটে জনজীবন বিপর্যস্ত হল দেশের বিভিন্ন রাজ্যে। রাজধানী দিল্লি এদিন সকালে ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল, একইরকম পরিস্থিতি ছিল উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব ও হরিয়ানায়। কুয়াশার কারণে জনজীবন বিপর্যস্ত হয়েছে রাজস্থান এবং মধ্যপ্রদেশেও।
উত্তর প্রদেশের অযোধ্যা, বারাণসী এদিন সকালে ঘন কুয়াশায় আবদ্ধ ছিল, কুয়াশা ছিল উত্তরাখণ্ডের হরিদ্বারেও। সর্বত্রই ঠান্ডাও ছিল জমজমাট। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা একেবারে কমে যায়, তাতে গাড়ির চালকদের ভীষণ সমস্যা হয়েছে।