আগরতলা, ৪ জানুয়ারি: সর্বভারতীয় যুব কংগ্রেসের উদ্যোগে আয়োজিত “ইয়ং ইন্ডিয়া কি বল” কর্মসূচির জন্য ত্রিপুরার দুইজন ইনচার্জ নিযুক্ত হয়েছেন তন্ময় ধর এবং রাকেশ দাস। আজ ধর্মনগর জেলা কংগ্রেস ভবনে বৈঠকে একথা জানিয়েছেন যুব নেতৃত্বরা।
ধর্মনগর জেলা কংগ্রেস ভবনে আয়োজিত অনুষ্ঠানে তন্ময় ধর ও রাকেশ দাসের পাশাপাশি উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নিরূপম দে এবং সাতটি বিধানসভা কেন্দ্রের যুব কংগ্রেস সভাপতিরা। এই কর্মসূচির লক্ষ্য বর্তমান সরকারের কার্যকলাপ জনগণের সামনে তুলে ধরা এবং যুব সমাজের সমস্যাগুলোকে আলোচনার কেন্দ্রবিন্দুতে আনা।
সাংবাদিক বৈঠকে ত্রিপুরা রাজ্যের ইনচার্জ রাকেশ দাস জানান, সর্বভারতীয় যুব কংগ্রেসের এই ক্যাম্পেইন পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। কর্মসূচির মূল উদ্দেশ্য হলো বর্তমান ডাবল ইঞ্জিন সরকারের প্রতিশ্রুতি ও বাস্তব কাজের মধ্যে ফারাককে জনগণের সামনে তুলে ধরা। রাকেশ দাস উদাহরণ দিয়ে বলেন, ২০১৪ সাল থেকে বর্তমান পর্যন্ত সরকারের দেওয়া ২ কোটি চাকরির প্রতিশ্রুতির বিপরীতে মাত্র ৭ লাখ ২২ হাজার ৩১১ জন চাকরি পেয়েছেন। তিনি যুব সমাজকে অনুরোধ জানান, ৬০ সেকেন্ডের ভিডিওর মাধ্যমে সরকারের কর্মকাণ্ড তুলে ধরতে। ত্রিপুরা রাজ্যের যুবক-যুবতীরা নেশা নয়, চাকরি চায়—এই বার্তাও তিনি জোরালোভাবে তুলে ধরেন।
ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নিরূপম দে বলেন, বর্তমান সময়ে যুব সমাজ সন্ত্রাস ও নেশার দিকে ধাবিত হচ্ছে, যা দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত ক্ষতিকর। তিনি আশা প্রকাশ করেন, “ইয়ং ইন্ডিয়া কি বল” কর্মসূচি যুব সমাজকে সঠিক পথে ফিরিয়ে আনতে কার্যকরী ভূমিকা পালন করবে।
এই সাংবাদিক বৈঠক যুব কংগ্রেসের নতুন উদ্যোগকে শক্তিশালীভাবে প্রচার করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়েছে।