নয়াদিল্লি, ৪ জানুয়ারি (হি.স.): দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করলো বিজেপি। এই তালিকায় মোট ২৯ জন প্রার্থীর নাম রয়েছে। নতুন দিল্লি, আর কে পুরম, গান্ধী নগর, রোহতাস নগর, কালকাজি প্রভৃতি আসনের প্ৰার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি।
পরভেশ বর্মা নতুন দিল্লি বিধানসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, এই আসনে এএপি-র প্রার্থী অরবিন্দ কেজরিওয়াল; করোলবাগ থেকে দুষ্যন্ত গৌতম, রাজৌরি গার্ডেন থেকে মনজিন্দর সিং সিরসা, বিজবাসন থেকে কৈলাশ গেহলট, গান্ধী নগর থেকে অরবিন্দর সিং লাভলি প্রমুখ।