সান্তিয়াগো, ৩ জানুয়ারি (হি.স.): জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল চিলির আন্তোফাগাস্তা শহর। ভারতীয় সময় অনুযায়ী, শুক্রবার ভোরে এই কম্পন অনুভব করেন আন্তোফাগাস্তার বাসিন্দারা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা রয়েছে ৬.১। ভূমিকম্পের কেন্দ্র ছিল কালামার উত্তর-পশ্চিমে ৮৪ কিলোমিটার দূরে এবং ভূ-পৃষ্ঠের ১০৪ কিলোমিটার গভীরে। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এই ভূমিকম্পের তথ্য দিয়েছে।
ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে রীতিমতো কেঁপে উঠেছে ঘর-বাড়ি। যদিও ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত বেশি থাকা সত্ত্বেও ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।