কেরলও পেল নতুন রাজ্যপাল, শপথ নিলেন রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর

তিরুবনন্তপুরম, ২ জানুয়ারি (হি.স.): নতুন রাজ্যপাল পেল কেরল, বৃহস্পতিবার কেরলের রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছেন রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর। সম্প্রতি কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খানকে বিহারের রাজভবনে পাঠিয়েছিলেন রাষ্ট্রপতি। বৃহস্পতিবার বিহারের রাজ্যপাল হিসেবে শপথ নেন আরিফ মহম্মদ খান। আর বিহারের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরকে কেরলের রাজ্যপাল করে পাঠানো হয়। এদিন আরলেকরও শপথ নিয়েছেন।

বৃহস্পতিবার সকালে রাজভবনে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরকে কেরলের রাজ্যপাল হিসেবে শপথবাক্য পাঠ করান কেরল হাইকোর্টের প্রধান বিচারপতি নীতিন মধুকর জামদার। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও কেরল মন্ত্রিসভার সদস্যরা, কংগ্রেস সাংসদ শশী থারুর, পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *