ষাটোর্ধ বৃদ্ধের দায়ের আঘাতে মারাত্মকভাবে জখম প্রতিবেশী

আগরতলা, ২ জানুয়ারি: ষাটোর্ধ বৃদ্ধের দায়ের আঘাতে গুরুতর আহত হয়েছে এক ব্যক্তি। ওই ঘটনায় সাব্রুম থানার জলেফা রামজি পাড়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে, ওই বৃদ্ধকে গ্রামের লোকজন আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, সাব্রুম থানার জলেফা রামজি পাড়ার বাসিন্দা মোহিনী নাথ (৬৫) তার প্রতিবেশি সুনীল নাথের উপর দা নিয়ে আক্রমন করে। এমনই অভিযোগ করেন সুনীল নাথের ছেলে মিঠুন নাথ। পরর্বতী সময়ে রক্তাক্ত সুনীল নাথকে পরিবারের সদস্যরা সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছেন। কিন্তু তার আশঙ্কাজনক অবস্থা দেখে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা জিবি হাসপাতালে স্থানান্তর করেন। এদিকে, মোহিনী নাথকে গ্রামের লোকজন আটক করে সাব্রুম থানার পুলিশের হাতে তুলে দিয়েছেন।