শ্রীনগর, ২ জানুয়ারি (হি.স.): হাড়কাঁপানো ঠান্ডায় কাঁপছে সমগ্র কাশ্মীর উপত্যকা। জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার গুলমার্গ শ্বেতশুভ্র বরফের চাদরে ঢাকা পড়েছে। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় অবিরাম তুষারপাতের কারণে মুঘল রোড বিগত ৪-দিন ধরে বন্ধ রয়েছে।
চারিদিকে শুধুই বরফ আর বরফ। গাছ, রাস্তাঘাট, পাহাড় সর্বত্রই বরফের চাদরে ঢাকা পড়েছে। কাশ্মীরের বান্দিপোরাতেও ব্যাপক তুষারপাত হয়েছে। শ্রীনগরের ডাল লেকের জল জমে বরফ হয়ে গিয়েছে।