টিআরবিটি চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ ডিওয়াইএফআই’র

আগরতলা, ২ জানুয়ারি : টিআরবিটি চেয়ারম্যান ড.প্রত্যুষ রঞ্জন দেব সহ অন্যান্যদের সঙ্গে দেখা করেন ডিওয়াইএফআই’র এক প্রতিনিধি দল।

ডিওয়াইএফআই’র রাজ্য সম্পাদক নবারুণ দেব জানিয়েছেন, ২০২২ সালের এসটিজিটি পরীক্ষার ফলাফল এখন অবধি প্রকাশ করা হয়নি। ওই পরীক্ষার ফল প্রকাশের দাবিতে ডিওয়াইএফআই’র এক প্রতিনিধি দল টিআরবিটি চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করেছে।

তিনি আরো বলেন, টিআরবিটি আধিকারিকগণ এই বিষয় নিয়ে বেশ কিছু কারণ দেখিয়েছেন, কিন্তু তাও ডিওয়াইএফআই এসটিজিটি পরীক্ষার ফল যত তাড়াতাড়ি সম্ভব প্রকাশ করার দাবি জানিয়েছে।