আগরতলা, ৩১ ডিসেম্বর : আগামী কয়েক বছরের মধ্যে গ্রিটিংস কার্ডের চাহিদা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে আশাবাদী রাজধানীর গিফট কার্ড ব্যবসায়ীরা।
প্রসঙ্গত, আজ ইংরেজি বছরের শেষ দিন। একটা সময় ছিলো যখন বন্ধুবান্ধব বা প্রিয়জনকে নতুন বছরে গিফট কার্ড দিয়ে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করতো। কিন্তুু বর্তমান যুগে টেকনোলজি এতটাই এগিয়ে গেছে , যেখানে মানুষ মেসেজ বা অনলাইনের ছবির মাধ্যমেই শুভেচ্ছা বিনিময় করে নিচ্ছে। এই ডিজিটাল যুগে অনেকটা হারিয়ে গেছে নিউ ইয়ারের গিফট কার্ড। তবে এবছর দেখা গেলো ভিন্ন রুপ।
রাজধানী আগরতলার জনৈক ব্যবসায়ী জানিয়েছেন, বিগত ৭-৮ বছর ধরে গিফট কার্ড প্রায় হারিয়ে গেছে। তবে বিগত কয়েক বছরের তুলনায় এবছর গিফট কার্ডের বেশ ভালো চাহিদা রয়েছে। এবছর অনেকেই কার্ড ক্রয় করেছেন বলে জানান তিনি। আগামী কয়েক বছরের মধ্যে গ্রিটিংস কার্ডের চাহিদা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে আশা প্রকাশ করেন তিনি।