আগরতলা, ৩১ ডিসেম্বর: বেআইনীভাবে পারমিট দেওয়ার বিরুদ্ধে পরিবহন দফতর থেকে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। পরিবহন দপ্তর থেকে জানানো হয়েছে নতুন পারমিটগুলো বাতিল করা হবে। কারণ নিগম এলাকায় এখন কোন পারমিট দেওয়া হয় না। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিবহন দপ্তরের সিদ্ধান্তের কথা জানালেন পশ্চিম ত্রিপুরা জেলা অটো রিক্সা মজদুর সংঘের সাধারণ সম্পাদক লিটন মোদক।
প্রসঙ্গত, গত ২৫ ডিসেম্বর আগরতলা পুর নিগম এলাকায় বেআইনিভাবে পারমিট দেওয়ার অভিযোগে সরব হয়েছিলেন জিবি বাজারের অটো চালকরা। তাঁদের অভিযোগ ছিল, বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে জিবি থেকে বনিক্য চৌমুনী পর্যন্ত পঞ্চায়েত এলাকার অটো চালকরা আগরতলা পুর নিগমে যাত্রী পরিষেবা প্রদান করছে। এবিষয়ে পরিবহন দপ্তরের যোগাযোগ করা হলে জানা গিয়েছে তাদের আগরতলা পুর নিগম এলাকায় পারমিট প্রদান করা হচ্ছে। এরই প্রতিবাদে একদিনের কর্মবিরতিতে গিয়েছিলেন তাঁরা। এদিকে, খবর প্রকাশের জেরে ওই অবৈধ পারমিট পরিবহন দপ্তর থেকে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।
আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এবিষয়ে পশ্চিম ত্রিপুরা জেলা অটো রিস্কা মজদুর সংঘের সাধারণ সম্পাদক লিটন মোদক জানিয়েছেন, জিবি থেকে বণিক্য চৌমুহনী রোডে পরিবহন দপ্তর থেকে অবৈধভাবে নতুন করে অটো পারমিট দিয়ে দেওয়া হয়েছিল। এরই প্রতিবাদে ব্যাটারি চালিত অটো চালকরা বিক্ষোভে সামিল হয়েছিল। ওই বিক্ষোভে সংবাদ মাধ্যমে প্রচার হওয়ার পর পরিবহন দপ্তরের অটো চালকদের সাথে যোগাযোগ করে এবং সমস্যার সমাধান করে। দপ্তর তাদেরকে জানিয়েছে, নতুন করে যে পারমিট গুলো দেওয়া হয়েছে তা পুনরায় বাতিল করা হবে। কারণ আগরতলা পুর নিগম এলাকায় এখন কোন পারমিট দেওয়া হয় না। এই কড়া পদক্ষেপের জন্য কর্তৃপক্ষদের ধন্যবাদ জানিয়েছেন চালকরা।