আগরতলা, ৩১ ডিসেম্বর: সরকারি কাজ দেখভাল করতে গিয়ে জনতার আক্রমণে গুরুতর আহত হয়েছে এক ইঞ্জিনিয়ার। ওই ঘটনায় উত্তর জেলার যুবরাজনগর পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ড এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘটনার বিবরনে জানা গিয়েছে, দীর্ঘদিন থেকেই যুবরাজনগর পঞ্চায়েত চার নং ওয়ার্ডের একটি সেতু সংস্কারের দাবি ছিল এলাকাবাসীর। এরই মধ্যে গত পরশু দিন স্থানীয় এক যুবক ওই ব্রিজটি পার করার সময় দূর্ঘটনার কবলে পড়ে। এতে স্থানীয়দের ক্ষোভ আরও বেড়ে যায়। তারই মধ্যে আজ যুবরাজনগর ব্লকের বিডিও সহ ইঞ্জিনিয়ার অভি পাল ব্রিজটি পরিদর্শনে গিয়েছিলেন। কিছু সময় পরেই উত্তপ্ত জনতা বিডিও সহ ইঞ্জিনিয়ারকে ঘেরাও করে তাদের উপর আক্রমণ চালায়। এতে গুরুতর আহত হন ইঞ্জিনিয়ার অভি পাল। বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।
আরও জানা গিয়েছে, আক্রমণকারী দের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হবে।

