পাটনা, ৩১ ডিসেম্বর (হি.স.): মঙ্গলবার রাজভবনে গিয়ে বিহারের বিদায়ী ও নবনিযুক্ত রাজ্যপাল উভয়ের সঙ্গেই সাক্ষাৎ করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এদিন তিনি বিদায়ী রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার এবং নবনিযুক্ত রাজ্যপাল আরিফ মহম্মদ খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
বিহারের মুখ্যমন্ত্রী এদিন বিদায়ী রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার এবং নবনিযুক্ত রাজ্যপাল আরিফ মহম্মদ খানকে উত্তরীয় এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান।