দিল্লি সরকারের সমালোচনা স্বাতী মালিওয়ালের 

নয়াদিল্লি, ৩০ ডিসেম্বর (হি.স.): সোমবার রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়াল দিল্লির সঙ্গম বিহার এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি দিল্লি সরকারের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, আজ পর্যন্ত দিল্লির কোনও এলাকায় এতটা খারাপ অবস্থা দেখা যায়নি। দিল্লির মুখ্যমন্ত্রী অতীশি এবং আম আদমি পার্টির (এএপি) আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালকে নিশানা করে স্বাতী মালিওয়াল বলেন, দিল্লির মানুষ আবর্জনা এবং দূষণের জেরে বিরক্ত। কিন্তু দিল্লি সরকার এই ভয়াবহ পরিস্থিতির পরেও উদ্বিগ্ন নয়।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে স্বাতী মালিওয়াল বলেন, এটি দিল্লির সঙ্গম বিহার এলাকা। এখানকার অবস্থা এমন যে, মানুষ যেন নরকে জীবনযাপন করছেন। তাঁদের ইচ্ছাকৃতভাবে এমন অবস্থায় রাখা হচ্ছে। দেশের সবচেয়ে পিছিয়ে পড়া এলাকাগুলোতেও এমন অবস্থা হয় না। মালিওয়াল এও বলেন, পরিস্থিতি এমন যে কিছু জায়গায় রাস্তাও নেই। পুরো এলাকায় সারাবছরই দুর্গন্ধযুক্ত জল জমে থাকে।

উল্লেখ্য, এর আগে স্বাতী মালিওয়াল আম আদমি পার্টিকে দিল্লির স্বাস্থ্য মডেল নিয়ে আক্রমণ করেছিলেন। বলেছিলেন যে, হাসপাতালগুলির অবস্থা এতটাই খারাপ যে লোকেরা চিকিত্সা এবং ওষুধ ছাড়াই মারা যাচ্ছে। আর এদিন দিল্লির সঙ্গম বিহারের রাস্তা ও নিকাশি নিয়ে নিশানা করলেন আম আদমি পার্টিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *