আগরতলা, ৩০ ডিসেম্বর : সংসদ অধিবেশনে বাবা সাহেব ড. বি আর আম্বেদকরকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করলেন বামপন্থী সংগঠন। আগরতলায় ৫টি বামপন্থী সংগঠনের ডাকে আজ এক সুবিশাল বিক্ষোভ মিছিল সংগঠিত হয়েছে।
প্রসঙ্গত, দেশজুড়ে বিভিন্ন স্থানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করছে বিরোধী দলগুলো। ত্রিপুরা রাজ্যেও এর ব্যতিক্রম নেই। কংগ্রেস দলের পাশাপাশি এখন বামপন্থিরাও এ বিষয়ে সরব হয়েছেন।
আজকের এই বিক্ষোভ মিছিলে সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর মন্তব্যের জন্য ধিক্কার জানানো হয়েছে। পাশাপাশি এই অসম্মানজনক বক্তব্যের জন্য স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগের দাবি করেন মিছিলে অংশগ্রহণকারীরা।