নয়াদিল্লি, ৩০ ডিসেম্বর (হি.স.): বছর শেষে ফের পরীক্ষা করতে চলেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ‘ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজ়েশন’ (ইসরো)। ইসরোর এই পরীক্ষার পোশাকি নাম ‘স্পেস ডকিং এক্সপেরিমেন্ট মিশন’ (স্পেডেক্স)।
সোমবার দু’টি বিশেষ ধরনের কৃত্রিম উপগ্রহকে পৃথিবীর কক্ষপথে নিয়ে যাবে ‘পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল’ (পিএসএলভি) নামের রকেট। মহাশূন্যে সেগুলিকে ‘ডকিং’ এবং ‘আনডকিং’ করবেন এ দেশের মহাকাশ গবেষকেরা। মহাশূন্যে তীব্র গতিতে ঘূর্ণায়মান দু’টি বস্তুকে কাছাকাছি এনে জুড়ে দেওয়াকেই বিজ্ঞানের পরিভাষায় বলা হয় ‘ডকিং’। সেই কাজটাই করতে চলেছে ইসরো। পরীক্ষা সফল হলে ফের ওই দুই উপগ্রহকে আলাদা করা হবে। যাকে ‘আনডকিং’ বলে চিহ্নিত করেছেন মহাকাশ বিজ্ঞানীরা।
জানা গেছে, শ্রীহরিকোটা থেকে সোমবার রাত ৯.৫৮ টায় উৎক্ষেপণ করা হবে। এতদিন এ প্রযুক্তি কেবল আমেরিকা-রাশিয়া-চিনের হাতে ছিল। শুধুমাত্র এই দেশগুলিরই বর্তমানে মহাকাশে দুটি মহাকাশযান বা উপগ্রহ ডক (যোগদান) এবং আনডক (আলাদা) করার ক্ষমতা রয়েছে। এই মিশন সফল হলে সেই তালিকায় নাম লেখাবে ভারত।