রামনগর মন্ডল অফিসে দেশের ‘মন কি বাত’ অনুষ্ঠান শুনলেন মেয়র দীপক মজুমদার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর:
আগরতলা রামনগর মন্ডল অফিসে দেশের  প্রধানমন্ত্রীর ১১৭তম মন কি বাত শুনলেন মেয়র দীপক মজুমদার।রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১১৭ তম মনকি বাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার  রামনগর দলীয় মণ্ডল কার্যালয়ে এদিন দলীয় নেতা কর্মীদের সঙ্গে মন কি বাত অনুষ্ঠান শোনেন।

মন কি বাত অনুষ্ঠান শোনার পর তিনি বলেন প্রধানমন্ত্রী ক্যান্সার ও ম্যালেরিয়া সংক্রান্ত বিষয়ে জনসচেতনতা বাড়ানোর উপর এদিন গুরুত্ব আরোপ করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন ম্যালেরিয়া মোকাবেলায় আমরা ৮০ শতাংশ সাফল্য পেয়েছি। ১০০% সাফল্যের পথে আমাদেরকে এগিয়ে যেতে হবে।

পাশাপাশি ক্যান্সারের মত ভয়ংকর মরণব্যাধি সম্পর্কে জনগণকে আরো সচেতন করতে সকলকে এগিয়ে আসতে তিনি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রীর স্বাস্থ্য যোজনা প্রকল্পের সুযোগ গ্রহণ করার জন্য জনগণের প্রতি প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *