কলকাতা, ২৯ ডিসেম্বর (হি.স.) : কয়েকদিন আগে ডি গুকেশ চ্যাম্পিয়ন হয়েছিলেন। এবার নিউ ইয়র্কে চ্যাম্পিয়ন হলেন ভারতের মহিলা গ্র্যান্ড মাস্টার কোনেরু হাম্পি। এই নিয়ে দ্বিতীয়বার বিশ্ব র্যাপিড দাবায় চ্যাম্পিয়ন হলেন তিনি। টুর্নামেন্টের একে বারে শেষ রাউন্ডে ইন্দোনেশিয়ার ইরেন খারিসমা সুকন্দরকে হারিয়ে খেতাব নিশ্চিত করেন। চিনের চু ওয়েনচুন ও হাম্পি ছাড়া আর কোনও দাবাড়ু মহিলাদের বিভাগে এই খেতাব একাধিকবার জিততে পারেননি।
উল্লেখ্য, এর আগে ২০১৯ সালে বিশ্ব র্যাপিড দাবায় চ্যাম্পিয়ন হয়েছিলেন হাম্পি। ৫ বছর পর আবার ২০২৪ এর শেষে এসে চ্যাম্পিয়ন হলেন তিনি। গতবছরও হাম্পি চ্যাম্পিয়ন হতে পারতেন। কিন্তু রাশিয়ার দাবাড়ুর কাছে হেরে যান হাম্পি।