আগরতলা, ২৯ ডিসেম্বর : গতকাল রাতে আগরতলা শহরের নাকের সিপিআইএমের দুই কর্মীর বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। এই ঘটনার প্রতিবাদে পূর্ব আগরতলা থানায় ডেপুটেশন প্রদান করে সিপিআইএম কর্মী সমর্থকরা।
ঘটনার বিবরণে জানা গেছে, আগরতলায় কাঁসারি পট্টিতে সিপিআইএমের দুই সক্রিয় কর্মী সিপিআইএম সদর বিভাগীয় কমিটির সদস্য সঞ্জীব সাহা এবং আগরতলার লোকাল কমিটির সদস্য সুবীর দেবের বাড়িতে শনিবার রাতে হামলা হয়। ঘটনা সম্পর্কে জানতে পেয়ে প্রতিবাদে সরব হন শাসক বিরোধী দলের কর্মী সমর্থকরা। আজ পূর্ব আগরতলা থানা ঘেরাও করে ক্ষোভ প্রদর্শন করেন সিপিআইএম দলের কর্মীগণ। দুষ্কৃতিকারীদের গ্রেফতারের দাবিতে থানায় একটি ডেপুটেশনও প্রদান করেন তারা।
আজকের এই প্রতিবাদ কর্মসূচিতে সিপিআইএম কর্মীরা অভিযোগ করেন, এই কাজ বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীদের। সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা সম্পাদক রতন দাস সহ অন্যান্যদের উপস্থিতিতে পূর্ব থানায় বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। পাশাপাশি দুষ্কৃতীদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়েছে।