আগরতলা, ২৯ ডিসেম্বর: গ্রামীণ এলাকার মহিলাদের আত্মনির্ভর করার লক্ষ্যে কাজ করছে সরকার। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর মার্গদর্শনে মহিলাদের সার্বিক উন্নয়নে কাজ করছে রাজ্য সরকার। তাদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সেই সঙ্গে যুব সম্প্রদায়কে আত্মনির্ভর করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। রবিবার ৮ নং টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের ৪০ নং ওয়ার্ডের তালতলা এলাকায় শীত বস্ত্র (কম্বল) বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এদিন এলাকার বয়োজ্যেষ্ঠ নাগরিকদের হাতে কম্বল তুলে দেন মুখ্যমন্ত্রী।
এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, কম্বল বিতরণ দান বা এমন কিছু নয়, এটা আসলে মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার একটা মাধ্যম। আর এজন্যই আজকের এই সামান্য আয়োজন। আজ এখানে এসে বেশ ভালোই লাগছে। ২০১৮তে আমাদের সরকার আসার পর ত্রিপুরার চেহারা ধীরে ধীরে পাল্টে যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অ্যাক্ট ইস্ট পলিসির মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছেন। সার্বিক উন্নয়ন ছাড়া কোন কথা নেই। এখন উত্তর পূর্বাঞ্চলে জাতীয় সড়ক থেকে শুরু করে ইন্টারনেট, রেলওয়ে, এয়ারওয়ে, ওয়াটারওয়ে সহ সব ক্ষেত্রেই উন্নতি হচ্ছে। প্রধানমন্ত্রীর হিরা মডেলে আমরা খুবই উপকৃত হয়েছি। রাজ্যের বর্তমান সরকার উন্নয়নের দিশায় কাজ করছে।
মুখ্যমন্ত্রী বলেন, গ্রামীণ এলাকার মহিলাদের আত্মনির্ভর করার চেষ্টা করছে সরকার। স্ব-সহায়ক দলের সংখ্যা আগের তুলনায় কয়েক গুণ বেড়ে গিয়েছে। এতে সারা রাজ্যের প্রায় চার লাখ মহিলা যুক্ত হয়েছেন। মহিলাদের স্বশক্তিকরণ করা আমাদের অন্যতম অগ্রাধিকার। মহিলাদের সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রী যে মার্গদর্শন দিয়েছেন সেই দিশায় কাজ করছে রাজ্য সরকার। তাদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর পাশাপাশি যুব সম্প্রদায়কে আত্মনির্ভর করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য তাদের বিভিন্ন স্কিমের আওতায় নিয়ে আসা হচ্ছে। রাজ্যে ১৫ থেকে ৩৫ বছরের যুব প্রায় ৬০ শতাংশ রয়েছে। তাদের কথা চিন্তা করা হচ্ছে। ২০১৮তে আমাদের সরকার আসার পর প্রায় ১৩ হাজারের অধিক সরকারি চাকরি প্রদান করা হয়েছে। সব চাকরিই স্বচ্ছতাকে অগ্রাধিকার দিয়ে দেওয়া হচ্ছে। পরীক্ষার মাধ্যমে স্বচ্ছতা বজায় রেখে চাকরি প্রদান করা হচ্ছে। যাতে কেউ কিছু বলতে না পারে।
অনুষ্ঠানে ডাঃ সাহা আরো বলেন, গ্রুপ ডি পদে চাকরির জন্য খুব শীঘ্রই অফার দেওয়া হবে। এই সরকার আসার পর কর্মচারীদের ডিএ বৃদ্ধি করা হয়েছে। এজন্য কোন আন্দোলন করতে হয়নি। এই সরকার খুবই সংবেদনশীল সরকার। নর্থ ইস্ট কাউন্সিলের ৭২তম প্ল্যানারী অধিবেশন অনুষ্ঠিত করার মধ্য দিয়ে আমাদের রাজ্য সম্পর্কে বাইরের মানুষ ভালোভাবে অবগত হলেন। আমরা এটা সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি। এই অধিবেশনে রাজ্যের বিভিন্ন সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। বাঁশ, রাবার, আগর, চা, পর্যটন সহ বিভিন্ন শিল্প সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে। দীর্ঘ ২৩ বছর ধরে ব্রু শরনার্থীদের পুনর্বাসনের জন্য কেউ চিন্তা করে নি। আমাদের সরকার আসার পর তাদের সঠিক পুনর্বাসনের জন্য চুক্তি করা হয়েছে। এখন তাদের জন্য প্রায় ৮০০ কোটি টাকার অধিক প্যাকেজ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে গিয়ে ব্রু শরনার্থীদের খোঁজখবর নিয়েছেন।
এর পাশাপাশি এদিনই অপর একটি পৃথক কর্মসূচিতে ৮ নং টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের ৩৯ নং ওয়ার্ডের অরুন্ধতীনগর এলাকায় শীত বস্ত্র (কম্বল)বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করে এলাকার নাগরিকদের হাতে কম্বল তুলে দেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।