ত্রিপুরা সফরে আসলেন কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী

আগরতলা, ২৮ ডিসেম্বর : দুইদিনের ত্রিপুরা সফরে আসলেন কেন্দ্রীয় খাদ্য, গনবন্টন, ভোক্তা বিষয়ক এবং নবিন ও পুনর্নবিকরন শক্তি মন্ত্রী প্রহ্লাদ যোশী।আজ আগরতলা মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে তাঁকে স্বাগত জানালেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী।

দুদিনের রাজ্য সফরকালে তিনি বেশ কিছু সরকারী কার্যসূচীতে অংশ নেবেন।
আজ কেন্দ্রীয় মন্ত্রী শ্রী প্রহ্লাদ যোশী বিকেলে আগরতলার কাছে নন্দননগরে ভারতীয় খাদ্য নিগমের (এফ সি আই) কার্যালয়ে যাবেন।