আগরতলা, ২৮ ডিসেম্বর: দিল্লির কৃষকদের উপর আক্রমণের প্রতিবাদে সরব সংযুক্ত কিষান মোর্চা। আজ এরই প্রতিবাদে শহরে মিছিল সংঘটিত করা হয়েছে।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের রাজ্য সম্পাদক পবিত্র কর বলেন, কৃষকদের দিল্লি চলো অভিযানের উপর বর্বরচিত আক্রমণ করে পুলিশ। এখন পর্যন্ত নয়ডার ১২৫ জন কৃষককে সাত দিন ধরে জেলে বন্দি করে রাখা হয়েছে। এরই প্রতিবাদে সারা দেশব্যাপী সংযুক্ত কিষান মোর্চা আন্দোলনে নেমেছে। আজ আগরতলার রাজপথেও সংযুক্ত কিষান মোর্চার তরফ থেকে মিছিলের আয়োজন করা হয়েছে।