বর্ষশেষ এবং বর্ষবরণ— সংযত আচরণ ও সতর্কতার হুঁশিয়ারি সিপি-র

কলকাতা, ২৮ ডিসেম্বর (হি.স.): বর্ষশেষ এবং নতুন বছরকে বরণ করতে তৈরি কলকাতা। কিন্তু উৎসবের শহরে যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে দিকে কড়া নজর রাখছে কলকাতা পুলিশ। শনিবার লালবাজারে সাংবাদিক সম্মেলন করে এমনই জানালেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা।

বর্ষশেষ এবং বর্ষবরণে কলকাতায় বিশেষ নজর থাকবে পার্ক স্ট্রিটের দিকে। এ ছাড়াও রাতে মা উড়ালপুলে বাইক আরোহীদের ছাড় দেওয়ার কথাও ঘোষণা করলেন মনোজবাবু।

মত্ত অবস্থায় বা বেপরোয়া ভাবে গাড়ি চালালে, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। শুধু তা-ই নয়, শ্লীলতাহানি বা মহিলাদের সঙ্গে অভব্য ব্যবহারের অভিযোগের উপরও নজর থাকবে।

৩১ এবং ১ জানুয়ারি কলকাতায় সাড়ে চার হাজার পুলিশ মোতায়েন থাকবে বিভিন্ন জায়গায়। বর্ষবরণ উপলক্ষে যেহেতু পার্ক স্ট্রিট এলাকায় বেশি ভিড় হয়, তাই সেখানে পুলিশের বিশেষ নজর থাকবে। সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। অপরাধ দমন শাখার দলও থাকবে নিরাপত্তার দায়িত্বে।

তিনি জানান, বর্ষবরণ উপলক্ষে শহরের যেখানে যেখানে ভিড় হয়, যেমন চিড়িয়াখানা, জাদুঘর ইত্যাদি জায়গায় পুলিশ মোতায়েন থাকবে। সকলকে আইন মেনে বর্ষবরণ উদ্‌যাপন করার আর্জি জানান মনোজবাবু। তবে উৎসবের মরশুমে মহিলা এবং শিশুদের নিরাপত্তার দিকে বেশি নজর থাকবে। এই সঙ্গে বলেন, অসুস্থ, বয়স্ক বা অ্যাম্বুল্যান্সের যাতায়াতে যাতে কোনও অসুবিধা না হয়, তা-ও পুলিশের নজর রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *