বরফে বিপর্যস্ত হিমাচল, শুধু কুল্লুর রাস্তাতেই পাঁচ হাজার পর্যটক আটকে

শিমলা, ২৮ ডিসেম্বর (হি.স.): ভারী তুষারপাত চলছে হিমাচল প্রদেশের বিস্তীর্ণ অংশে। বহু পর্যটক তাতে আটকে পড়েছেন। শুধু কুল্লুর রাস্তাতেই পাঁচ হাজার পর্যটক আটকে ছিলেন বলে জানিয়েছে পুলিশ। তাঁদের অনেককেই উদ্ধার করা হয়েছে। এখনও চলছে উদ্ধারকাজ। তুষারপাতের কারণে কুল্লুতে যান চলাচল থমকে গিয়েছে। রাস্তা থেকে বরফ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে আরও সময় লাগবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

হিমাচলের অন্য জেলাগুলির অবস্থাও একই রকম। তুষারপাতের পাশাপাশি শৈত্যপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে। প্রবল ঠান্ডার হাত থেকে আপাতত নিস্তার পাওয়ার কোনও সম্ভাবনা নেই। লাহুল-স্পিতি, চম্বা, কাংরা, শিমলার মতো হিমাচলের অন্য জেলাগুলিতেও বৃষ্টি এবং তুষারপাত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *