মণিপুরে অব্যাহত গোলাগুলি, জঙ্গিদের হামলায় জখম ভিডিও জার্নালিস্ট

ইমফল, ২৮ ডিসেম্বর (হি.স.) : সন্দেহভাজন জঙ্গিদের গোলাগুলিতে হয়েছেন জখম হয়েছেন স্থানীয় ইলেকট্রনিক মিডিয়ার জনৈক ভিডিও জার্নালিস্ট। কর্তব্যরত ভিডিও জার্নালিস্ট (চিত্ৰ সাংবাদিক) লেইমাপোকপাম কবিচন্দ্রকে অকুস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত রাজ মেডিসিটি (হাসপাতাল)-তে নিয়ে ভরতি করেছেন সেনা জওয়ানরা।

ঘটনা আজ শনিবার সকালে রাজ্যের কাংপোকপি এবং পূর্ব ইমফল জেলার সীমান্তবর্তী পোরিফেরাল এলাকায় সংঘটিত হয়েছে। জঙ্গিরা পাহাড়ের চূড়া থেকে গুলি বর্ষণ করছে। এ খবর লেখা পর্যন্ত দফায় দফায় যৌথবাহিনীর সঙ্গে গুলি বিনিময় হচ্ছে বলে প্রাপ্ত খবরে প্রকাশ।

রাজ্য পুলিশ সদর দফতর সূত্রের খবর, গতকাল (শুক্ৰবার) রাত থেকে কংপোকপি জেলার পাহাড়ের উপর থেকে সমতলে জনবসতি গ্রামে গুলিবর্ষণ করছে সন্দেহভাজন কুকি জঙ্গিরা গতরাতে সংঘটিত গোলাগুলিতে জখম হয়েছেন মণিপুর পুলিশের এক কমান্ডো, এক গ্রামরক্ষী এবং মেইতেই সশস্ত্র বাহিনীর আরামবাই টেঙ্গলের জনৈক সদস্য।

জঙ্গিরা পাহাড়ের চূড়া থেকে আজ শনিবার সকালে আবার গুলি বর্ষণ করলে সীমান্তবর্তী পূর্ব ইমফল জেলার থমানপোকপি এলাকায় কর্তব্যরত সাংবাদিক লেইমাপোকপাম কবিচন্দ্র ঘায়েল হয়েছেন। কবিচন্দ্রের উরুতে গুলি বিদ্ধ হয়েছে, জানিয়েছে পুলিশের সূত্র।

সদর পুলিশের সূত্রটি জানিয়েছে, চূড়াচাঁদপুর জেলার টি লাংঘইমল এলাকায় শুক্রবার থেকে মাদক-বিরোধী অভিযান চালিয়েছেন। গতকাল প্রায় সাত একর আফিম ক্ষেত ধ্বংস করেছে আসাম রাইফেলস্, মণিপুর পুলিশ এবং বন দফতরের যৌথ বাহিনী। মূলত মাদক-বিরোধী অভিযান চালানোয় ক্ষিপ্ত হয়ে উঠেছে কুকি জঙ্গিরা।

এদিকে ওয়াকিবহাল মহলের অভিযোগ, রাজ্যে অশান্তি সৃষ্টির পেছনে চিনা মদতপুষ্ট নিষিদ্ধ কুকি-জো জঙ্গিগোষ্ঠী কুকি ন্যাশনাল আর্মি, কুকি ন্যাশনাল ফ্রন্ট এবং ইউনাইটেড কুকি লিবারেশন ফ্রন্ট জড়িত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *