তুষারপাতে রেললাইনে জমল বরফ, বানিহাল-বারামুল্লায় ট্রেন পরিষেবা বন্ধ

শ্রীনগর, ২৮ ডিসেম্বর (হি.স.): শনিবার ভারী তুষারপাতের সাক্ষী হল জম্মু ও কাশ্মীর। এতটাই তুষারপাত হয়েছে যে পাহাড় বরফের চাদরে ঢাকা পড়েছে। তুষারপাতের পর রেললাইনে বরফ জমে যাওয়ায় বানিহাল-বারামুল্লা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছে।

রেল প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার ভারী তুষারপাতের জন্য বানিহাল-বারামুল্লা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছে। রেললাইনের ওপর থেকে দ্রুততার সঙ্গে বরফ সরানো হয়। দুপুর পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *