BRAKING NEWS

নাবালিকার অপহরণকারীকে অবিলম্বে গ্রেফতারের দাবীতে থানা ঘেরাও রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের

আগরতলা, ২৭ ডিসেম্বর: নাবালিকার অপহরণকারীকে অবিলম্বে গ্রেফতারের দাবীতে আজ বিকেলে কৈলাসহরের মহিলা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছেন রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের সদস্যরা। 

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঊনকোটি জেলা কমিটির সভাপতি শ্যামল সরকার বলেন, গতকাল ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে কৈলাসহরের কামারকান্দি এলাকার মিতেই মনিপুরি সম্প্রদায়ের এক নাবালিকাকে অপহরণ করে নিয়ে যায় কৈলাসহরের মাগুরুলী গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সাইফুর রহমান। পরবর্তী সময়ে বৃহস্পতিবার সন্ধ্যায় নাবালিকার বাবা কৈলাসহর মহিলা থানায় সাইফুর রহমানের বিরুদ্ধে মামলা করে। পুলিশ রাতেই মামলাটি দায়ের করে তদন্তে নেমে পড়েছিল। গতকাল গভীর রাতে কৈলাসহর মহিলা থানার পুলিশ মাগুরুলী গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষ সহ ইরানি থানার পুলিশের সাহায্য নিয়ে নাবালিকাকে উদ্ধার করে। যদিও অভিযুক্ত যুবক সাইফুর রহমানকে উদ্ধার কিংবা গ্রেফতার করতে পারে নি পুলিশ। 

তাই, অপহরণকারীকে অবিলম্বে গ্রেফতারের দাবীতে মহিলা থানা ঘেরাও করে রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের সদস্যরা। পুলিশের উর্ধতন কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে যে, অপহরণকারীকে গ্রেফতার করা হবে। এই আশ্বাস পাবার পর ঘেরাও মুক্ত করে ঘেরাওকারীরা। তবে, শ্যামল সরকার আরও বলেন যে, সাম্প্রতিক কালে কৈলাসহরে এমন ঘটনা আরও কয়েকটি ঘটেছে। এমন ঘটনা যেন আর না ঘটে তারজন্য কৈলাসহরের আপামর মানুষের কাছে আহবান রাখেন 

এব্যাপারে কৈলাসহর মহিলা থানার ওসি রিপিতা ভট্টাচার্য বলেন, কামারকান্দি এলাকার নাবালিকাকে অপহরণ করা হলেও সাইফুর রহমানের সাথে নাবালিকার প্রনয় সম্পর্ক ছিলো। তবে, কি কারনে নাবালিকাকে অপহরণ করা হয়েছে সে বিষয়ে পুলিশ তদন্ত করছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *