আগরতলা, ২৭ ডিসেম্বর : ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ড: মনমোহন সিংহ বৃহস্পতিবার রাতে প্রয়াত হয়েছেন। তাঁর প্রয়াণে আগামী ১ জানুয়ারি পর্যন্ত ত্রিপুরায় রাষ্ট্রীয় শোক ঘোষণা দেওয়া হয়েছে। এই সময়ে সমস্ত সরকারি অনুষ্ঠান বাতিল করা হয়েছে। জাতীয় পতাকা অর্ধ নর্মিত থাকবে। কেন্দ্রীয় সরকার তাঁর প্রয়াণে সাতদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা দিয়েছে।
বৃহস্পতিবার রাত ৯টা ৫১ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন প্রধানমন্ত্রী ড: মনমোহন সিংহ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ। শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আজ শুক্রবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। মনমোহন সিংয়ের প্রয়াণে ৭ দিনের রাষ্ট্রীয় শোকের ঘোষণা করা হয়েছে। কংগ্রেসের তরফেও যাবতীয় কর্মসূচি বাতিল করে দেওয়া হয়েছে।