আগরতলা, ২৭ ডিসেম্বর: শহীদ বীর বালক দিবসকে সামনে রেখে আজ ত্রিপুরা প্রদেশ বিজেপি এবং বড়জলা মন্ডলের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এদিন এই শোভাযাত্রাটি চানমারি স্কুলের সামনে থেকে চানমারি স্থিত গুরুদুয়ারে গিয়ে শেষ হয়েছে।
এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়জলা এলাকার প্রাক্তন বিধায়ক ডঃ দিলীপ দাস, মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার এবং বড়জলা মণ্ডল সভাপতি রাজিব সাহা সহ অন্যান্যরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন বিধায়ক ডঃ দিলীপ দাস বলেন, শিখদের দশম গুরু গোবিন্দ সিংয়ের পাঁচ এবং আট বছর বয়সি সন্তানদের শহিদ হওয়ার স্মরণে, ২৬ ডিসেম্বর ‘বীর বাল দিবস পালন করা হচ্ছে। কেন্দ্র সরকার এই বছরের ৯ জানুয়ারি ঘোষণা করে এই দিনটির কথা।
তিনি আরও বলেন, জোরওয়ার সিং এবং ফতেহ সিং মুঘলদের সঙ্গে যুদ্ধে বীরের মতো শহীদ হয়েছিলেন। তাদের স্মরণে এই বীর বাল দিবস উদযাপন করে রাজ্য বিজেপি দল।