রায়পুর, ২৭ ডিসেম্বর (হি.স.): ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে ছত্তিশগড়ে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এই সময়ে আগামী ১ জানুয়ারি পর্যন্ত সরকারিভাবে কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না।
এই বিষয়ে রাজ্য সরকারের তরফে রাজ্যের সব জেলাশাসকের কাছে নির্দেশনামা জারি করা হয়েছে। সব সরকারি ভবনে এবং যেসব স্থানে নিয়মিতভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, সেখানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। ওই রাজ্যে সরকারি পর্যায়ে কোনও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে না। এছাড়া ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই, উপমুখ্যমন্ত্রী অরুণ সাও এবং মন্ত্রী ও পি চৌধুরীর সফর ও কর্মসূচি বাতিল করা হয়েছে বলে জানা গেছে।