আগরতলা, ২৭ ডিসেম্বর: সিপিআই(এম) ত্রিপুরা রাজ্য দপ্তর দশরথ দেব স্মৃতি ভবনে ৮০তম জনশিক্ষা সমিতির প্রতিষ্ঠা দিবস পালন করা হয়েছে। এদিন প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে জনশিক্ষা আন্দোলনের প্রতিষ্ঠাতা নেতৃত্বদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন প্রাক্তন সাংসদ নারায়ণ কর, পবিত্র কর সহ অন্যান্য নেতৃতরা।
পাশাপাশি এদিন জিএমপি, টিওয়াইএফ, টিএসইউ কৃষ্ণনগর লোকাল কমিটির উদ্যোগে আগরতলা কর্নেল চৌমুহনি এলাকায় ৮০ তম জনশিক্ষা সমিতির প্রতিষ্ঠা দিবস পালন করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিএমপির কেন্দ্রীয় কমিটির সদস্য প্রাক্তন মন্ত্রী নরেশচন্দ্র জমাতিয়া, সিপিএম নেতা অমল চক্রবর্তী সহ অন্যান্যরা।
৮০তম জনশিক্ষা প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে নারায়ণ কর বলেন, রাজ্যের শিক্ষা আন্দোলন, বিশেষ করে উপজাতি সমাজের মধ্যে শিক্ষার প্রসারের বিশেষ যোগদানকারী জনশিক্ষা সমিতি গঠন করা হয়েছিল। তৎকালীন সময়ে জনজাতিদের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্হানের জন্য রাজ্যে জনশিক্ষা আন্দোলন গড়ে তোলা হয়েছিল। পরবর্তী সময়ে গণমুক্তি পরিষদ এবং উপজাতি গণমুক্তি পরিষদ হিসেবে প্রতিষ্ঠা হয়েছিল।
এদিন তিনি আরও বলেন, শিক্ষা ছাড়া কোনো জাতি বিকশিত হতে পারে না। তৎকালীন সময়ে জনজাতিদের মৌলিক অধিকারের জন্য আন্দোলন শুরু হয়েছিল। আন্দোলনকারীদের বাধা দিতে তাদের উপর নির্যাতন এবং গ্রেফতার করেছিল রাজন্য শাসন। এর বিরুদ্ধেই উপজাতি সমাজ ক্ষেপে উঠেছিল। বর্তমানেও বিজেপি সরকার শিক্ষাকে বেসরকারীকরণের হাতে তুলে দিচ্ছে। এর বিরুদ্ধে জনগণকে গণআন্দোলন গড়ে তুলতে হবে।