বিদ্যুতের কাজ করতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু শ্রমিকের

আগরতলা, ২৬ ডিসেম্বর: বিদ্যুতের কাজ করতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে এক শ্রমিকের। ওই ঘটনায় উদয়পুর পালাটানা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, ঠিকাদারের অধীনে টাকারজলা এলাকায় বিদ্যুতের কাজ করতে গিয়েছিলেন রূপক সাহা নামে এক বিদ্যুৎ কর্মী। তখন কাজ করার সময় হঠাৎ করে সিঁড়ি ভেঙে নিচে পড়ে যায়। সাথে সাথে সহকর্মীরা প্রথমে তাকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থা আশঙ্কা জনক দেখে জিবি হাসপাতালের স্থানান্তর করে। জিবি হাসপাতালে নিয়ে আসলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *