সুযোগ প্রদান ও শিশুদের প্রতিভাকে স্বীকৃতি দেওয়া দেশের পরম্পরার অংশ : রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর (হি.স.): সুযোগ প্রদান ও শিশুদের প্রতিভাকে স্বীকৃতি দেওয়া দেশের পরম্পরার অংশ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার প্রদান অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত একটি অনুষ্ঠানে ব্যতিক্রমী কৃতিত্বের জন্য ১৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১৭ জন শিশুকে সাতটি বিভাগে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাল পুরস্কার প্রদান করেন। ১৭ জনের মধ্যে সাতজন ছেলে ও ১০ জন মেয়ে। এই অনুষ্ঠানে সর্বকনিষ্ঠ পুরস্কার বিজয়ী হলেন কলকাতার মাস্টার অনীশ সরকার। যখন শিশুরা প্লে স্কুল এবং নার্সারি ক্লাসে থাকে। মাস্টার অনীশ বিশ্বের সর্বকনিষ্ঠ বিশ্ব র‌্যাঙ্কিং দাবা খেলোয়াড় হয়েছেন।

রাষ্ট্রপতি মুর্মু এদিনের অনুষ্ঠানে বলেন, সুযোগ প্রদান ও শিশুদের প্রতিভাকে স্বীকৃতি দেওয়া দেশের পরম্পরার অংশ। তিনি এই পরম্পরাকে আরও জোরদার করার ওপর জোর দেন। রাষ্ট্রপতি মুর্মু বলেছেন, ২০৪৭ সালে যখন দেশ ভারতের স্বাধীনতার শতবর্ষ উদযাপন করবে, এই পুরস্কার বিজয়ীরা হবেন দেশের উজ্জ্বল নাগরিক। তিনি বলেন, এই ধরনের প্রতিভাবান ছেলে-মেয়েরাই উন্নত ভারতের নির্মাতা হয়ে উঠবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *