BRAKING NEWS

বক্সনগরে দমকল বাহিনী না থাকায় পুড়ে ছাই এক বাড়ির খরের গাদা, ক্ষোভ এলাকাবাসীর

বক্সনগর প্রতিনিধি:–বক্সনগরে দমকল বাহিনী না থাকায় প্রায়ই সমস্যায় ভুগছেন এলাকাবাসী। দীর্ঘদিনের দাবি থাকা সত্ত্বেও এখনো ওই এলাকায় দমকল বাহিনীর ব্যবস্থা করা হয়নি। তাই এলাকায় এক অগ্নিকাণ্ডের ঘটনায় এবার বক্সনগরে দমকলের ব্যবস্থার দাবিতে সোচ্চার এলাকাবাসী।

ঘটনার বিবরণে জানা গেছে, গতকাল সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে আশাবাড়ি বিওপি ক্যাম্পের সংলগ্ন ৩নং ওয়ার্ডের মফিজ মিয়ার খরের গাদায় আগুন লেগে যায়। পুড়ে ছাই হয়ে যায়। মফিজ এবং তার পরিবারের লোকজন কিভাবে এই আগুন লেগেছিল তার কিছু আন্দাজ করতে পারেনি। খড়ের কুঞ্জিতে আগুন দাউদাউ করে জ্বলতে দেখে বাড়ির সকলেই চিৎকার চেঁচামেচি শুরু করে। সেখানে ছুটে আসেন পড়ার মানুষও।

ঘটনার পরিপ্রেক্ষিতে কলম চৌড়া থানায় খবর দেওয়া হয়। খবর পাওয়া মাত্রই পুলিশ বিশালগড় এবং সোনামুড়া ফায়ার সার্ভিসকে ফোন করে। কিন্তু বিশালগড় থেকে দমকলের ইঞ্জিন আসতে অনেকটা বিলম্ব হয়ে গেছে। সঠিক সময় পৌঁছতে পারেনি বলে ততক্ষণে খড়ের গাদা পুড়ে ছারখার হয়ে যায়। এতে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের প্রতি এলাকাবাসীর ক্ষোভ আছড়ে পড়ে। তাদের মতে গাড়ি যদি আরো তাড়াতাড়ি আসতো তাহলে খড়ের গাদা বাঁচানো যেত। কিন্তু রাস্তার অনেকটা অংশ খারাপ থাকায় তাদের আসতে দেরি হয়েছে বলে জানান দমকল কর্মীরা।

এদিকে, বক্সনগরে দমকল বাহিনীর জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন এলাকাবাসী। গোটা বক্সনগর জুড়ে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ অফিস রয়েছে, যেমন ব্লকের অন্তর্ভুক্ত ফিসারি, আইসিডিএস, এডুকেশন, টিআরএলএম ইত্যাদি। এছাড়াও রয়েছে হাসপাতাল, বিদ্যুৎ দপ্তর, বিএসএনএল অফিস, পেট্রোল পাম্প, ব্যাংক, পি ডব্লিউ ডি, গ্যাস এজেন্সি, আইটিআই কলেজ, বিএসএফের হেডকোয়ার্টার সহ বেশ কিছু বড় কোম্পানির শোরুম। কিন্তু বক্সনগরে এখনো কোনো দমকল বাহিনী না থাকার কারণে বিভিন্ন সময়ে অনেক ক্ষয় ক্ষতির সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষকে।

বহুবার আগুনের পুড়েছে অনেক ঘরবাড়ি ও দোকানপাঠ। তাই কাল রাতের ঘটনায় অগ্নি নির্বাপক গাড়ি আটকে বিক্ষোভ প্রদর্শন করেন আমজনতা। এমনকি দীর্ঘ দু-তিন ঘন্টা অগ্নি নির্বাপক ইঞ্জিন গাড়ির চাবি নিয়ে গাড়ি আটকে রেখে দেয় তারা। বক্সনগর অগ্নি নির্বাপক দপ্তর তৈরির দাবিতে এলাকাবাসীর এহেন আচরণ। এখন দেখার বিষয় কবে নাগাদ বক্সনগরে দমকলের ব্যবস্থা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *